
দিন দিন ভারতের নয়াদিল্লির দূষণ পরিস্থিতি আরো খারাপ পর্যায়ে পৌঁছচ্ছে। বাতাসের গুণমান ইতিমধ্যে ‘খারাপ’ থেকে ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। ফলে আবার ‘গ্যাস চেম্বারে’ পরিণত হচ্ছে দেশটির রাজধানী। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) জানিয়েছে, আজ নয়াদিল্লির বেশির ভাগ জায়গায় বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এআইকিউ) ‘অত্যন্ত খারাপ’। সর্বোপরি আজ রাজধানীর একিউআই ৪৭১। গত শুক্রবার থেকে বাতাসের গুণমান খারাপ পর্যায়ে ছিল। যত দিন এগিয়েছে, সেই পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হয়েছে। আজ সব কিছুকে ছাপিয়ে গেছে।