বৃহস্পতিবার :: ০৮.০৩.১৮
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের দুটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আজ বিকেলে রাণীনগরের জোহাক মন্ডলের বাড়ি হতে শামশুল দফাদারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা ও গুপ্তমানিক দিঘলপাড়ার আজু ফারাক্কার বাড়ি হতে গুপ্তমানিক ঈদগাহ হয়ে গোরস্থান পর্যন্ত ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। দুটি রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এ উপলক্ষে গুপ্তমানিক গোরস্থান প্রাঙ্গনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আলহাজ্ব আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেনসহ অন্যরা।