ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

সোমবার ঃঃ ২৬. ০৬.২০১৭
চাঁপাইনবাবগঞ্জেও আজ আনন্দ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর’ উদযাপিত হয়েছে। জেলার প্রধান ঈদ জামায়াত জেলা শহরের ফকিরপাড়া-নিমতলা কেন্দ্রীয় ঈদগাহে জেলা প্রশাসক মাহামুদুল হাসানসহ সরকারী ও বেসরকারী গুরুত্ত্বপূর্ন ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারন মানুষ ঈদের নামায আদায় করেন। শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী স্থানীয়দের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন পুকুরিয়া কেন্দ্রীয় ঈদগাহে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ঈদের নামাজে অংশ নেবেন রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ নিজ এলাকা কৃষ্ণ গোবিন্দপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসুল্লিরা দেশ ও জাতির শান্তির জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …