শুক্রবার :: ০৬.১২.২০১৯।
ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিতর্কিত পেনশন সংস্কারের দাবিতে কাজ বন্ধ করে ধর্মঘট পালন করছেন দেশটির লাখ লাখ কর্মজীবী মানুষ। আজ অবসর নেয়ার বয়সসীমা বাড়ানোর প্রতিবাদে ডাকা ধর্মঘটের চলছে দ্বিতীয় দিনে। এদিনও ফ্রান্সজুড়ে অচল অবস্থার আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গতকাল থেকে দেশের বিভিন্ন পেশার কর্মচারীদের পেনশন কমানোর সিদ্ধান্তে থেকে ধর্মঘট ডেকেছে বিভিন্ন কর্মী ইউনিয়ন। প্রথম দিনে আট লাখের বেশি লোক রাস্তায় নেমে বিক্ষোভ করে। বেশ কয়েকটি শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিভিন্ন বিমানবন্দরের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। অচল হয়ে পড়েছে বাস, মেট্রো ও দূরপাল্লার ট্রেন চলাচল।