দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিনপিং

রবিবার :: ১৮.০৩.২০১৮

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অনুগত পার্লামেন্টের ভোটে দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। গতকাল এ ভোট অনুষ্ঠিত হয়েছে। পার্লামেন্টে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র ওয়াং কিশানকে। সরকারের ভেতরে জিনপিংয়ের দুর্নীতি বিরোধী অভিযানের সময় পাশে ছিলেন তিনি। এর আগে গত ১১ মার্চ জিনপিংকে আজীবন ক্ষমতায় রাখতে সংবিধান সংশোধন করে সর্বোচ্চ দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান তুলে দেয় ন্যাশনাল পিপলস কংগ্রেস। গতকাল পার্লামেন্টের ২ হাজার ৯৭০টি ভোট পেয়ে প্রেসিডেন্ট ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন শি। সংশোধিত সংবিধান অনুযায়ী, শি ও ওয়াং একসঙ্গে প্রথমবারের মতো শপথ নেন। শি তার বাম হাত লাল কাপড়ে ঢাকা সংবিধানের ওপর হাত রাখেন এবং তার ডান হাত তুলে শপথবাক্য পাঠ করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …