শনিবার :: ০৯.০৮.২০১৭
পবিত্র হজ পালন শেষে গত তিনদিনে ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ১১ হাজার ৯৩৩ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৭টিসহ মোট ৩০টি ফ্লাইটে তারা দেশে ফিরে এসেছেন। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট গত বুধবার রাত ৮টা ২২ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দিন ৬টি ফ্লাইটে ২ হাজার ৩৮৭ জন, দ্বিতীয় দিন ১৮টি ফ্লাইটে ৪ হাজার ৮শ ৮ জন ও তৃতীয় দিন ৩০টি ফ্লাইটে ৪ হাজার ৭শ ৩৮ জন দেশে ফিরেছেন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন পবিত্র হজ পালন করেন। অন্যদিকে, হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছানোর পর গতকাল পর্যন্ত মোট ৯৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩ জন মক্কায়, ৭ জন মদিনায়, ১ জন জেদ্দায় এবং ১৬ জন মিনায় মারা যান।