দেশে এক দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৫০৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২৯ জনের মৃত্যু হলো। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৫০৩ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। দেশে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪ হাজার ২০৫ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৩০০ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top