শুক্রবার ঃ১৭-০৩-১৭
দেশের ৬৮টি কারাগারে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া বিমান বন্দরগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জানান, রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ দুপুরে রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে ১ জন নিহত হয়েছেন।