মঙ্গলবার:: ২০.১২.২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণ প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশন থেকে পাস হলে একনেকে পাঠানো হবে এবং একনেকে পাস হলেই নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে। আজ চাঁপইনবাবগঞ্জে পানি আইন ও বিধি বিধান বিধান বিষয়ক এক কর্মশালায় পান সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান এ তথ্য জানিয়েছেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেশৗশলী শাহিদুল ইসলাম জানান, দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে। এ ছাড়া ৩৫৩ মিটার দৈর্ঘ্যর এই রাবার ড্যামের উজান ও ভাটিতে ৩৬ কিলোমিটার এলাকায় ড্রেজিং করে নদী খনন করা হবে। এর মধ্যে উজানে ১০ কিলোমিটার ও ভাটি এলাকায় ২৬ কিলোমিটার নদী ড্রেজিং করা হবে।
উল্লেখ্য, সংসদ সদস্য আবদুল ওদুদের দাবির প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে ২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘মহানন্দা নদীতে রাবার ড্যাম ও নদী খনন’ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। রাবারড্যাম নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকন্ঠে রেহায়চর এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর আধা কিলোমিটার ভাটিতে স্থান নির্বাচন করা হয়। চুড়ান্ত নকশায় প্রকল্পের ব্যয় ধরা হয় ১৭৭ কোটি টাকা।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …