
চলতি বছরের মে মাসে দাম্পত্য জীবনের কলহের বিষয়টি চূড়ান্তভাবে প্রকাশ পায় অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরমনির। হঠাৎ করেই ফেসবুকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের পর থেকে শুধু হয় এই ঝড়। এরপর তারা পৃথক বক্তব্যে জানান—তারা আর একসঙ্গে থাকতে চাচ্ছেন না। বিচ্ছেদের পথে হাঁটছেন।
বিচ্ছেদ নিয়ে কথা বললেও এখনো তাদের বিচ্ছেদ হয়েছে, কি হয়নি তা শুধু তারাই জানেন। তবে তারা আলাদা থাকছেন। আর আলাদা থাকলেও অভিনেতা রাজ যে শুধু প্রয়োজনে স্ত্রী পরীমনিকে মনে করেন, সে কথাই এবার জানালেন এ নায়িকা। সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’-সহ মোট ২৩টি সিনেমা দেখানো হবে। কলকাতার নন্দনে এ উৎসব উপলক্ষে ইতোমধ্যে সেখানে ঢাকাই চলচ্চিত্রের অনেক অভিনয়শিল্পী যোগ দিয়েছেন।
শনিবার (২৯ জুলাই) রাতে উৎসবে সিনেমা দেখতে গিয়ে নিজের ব্যবহারের ফোন হারিয়ে ফেলেন রাজ। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও ফোন পাননি। এরপর সঙ্গে সঙ্গে সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। এ ব্যাপারে পরীমনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর অন্যের ফোন থেকে মেসেজ করেছিলেন আমায়। সবসময় আমায় মনে পড়ে না ওর। শুধু প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এদিকে কলকাতায় গিয়ে স্ত্রী পরীমনিকে মিস করছেন বলেও জানিয়েছেন রাজ। ছেলে রাজ্যের বেড়ে উঠা নিজ চোখে দেখতে পারছেন না বলেও জানিয়েছেন অভিনেতা। পরীমনি বলেন, অনেক জায়গায় এই ভালোবাসি কথা শুনেছি। মুখে ভালোবাসি বললে তো আর হবে না। কাজেও সেটি দেখাতে হবে। আমি আর কিছু বলতে চাই না। একমাত্র ছেলে রাজ্যের আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে। এ নিয়ে অনেক পরিকল্পনা করছেন বলেও জানালেন পরীমনি।