বৃহস্পতিবার ঃঃ ১৮.০৫.২০১৭
বর্তমান সরকারের আমলে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ নেত্রকোনার খালিয়াজুড়ি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘হাওর এলাকার ভূমিহীন-গৃহহীনদের বিনা পয়সায় ঘর তৈরি করে দেওয়া হবে। বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় তারা ঘর পাবে। তিনি বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি স্কুল-কলেজ দিয়েছি। এখন প্রত্যেক উপজেলায় সরকারি মসজিদ করে দেব। ইতিমধ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …