রবিবার ঃঃ ০৬.০৮.২০১৭
মুক্তিযুদ্ধের মূল্যবোধে দেশপ্রেমিক নাগরিক হয়ে নিজেদের গড়ে তুলতে বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় সৎ ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবার মনোভাব নিয়ে বিসিএস কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।