শনিবার :: ২৪.০৩.২০১৮
গোমস্তাপুরের রহনপুরে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আখতার আলী খাঁন কচি, সাধারন সম্পাদক আতিকুল ইসলাম আজম, প্রধান শিক্ষক কাওসার আলী। এছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল ও সাদিকুল ইসলাম, সহকারী শিক্ষক জাসমিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সারওয়ার জাহান সুমন। প্রতিযোগীতায় বিজয়ী হয় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের ফাওজিয়া আখতার ঐশী।