‘দুর্যোগ মোকাবিলায় চ্যালেঞ্জ গ্রহণে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে বলেছেন,’দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

মঙ্গলবার ঃঃ ২০.০৩.২০১৭

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবিলায় যেকোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। আজ রাজধানীর ধানম-ি সোবহানবাগ এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বি আইএম এর মিলনায়তনে ‘দক্ষতা উন্নয়ন বিষয়ক’ তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় দেশ এখন রোল মডেল হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। এ ব্যাপারে আমরা আর্থ অব চ্যাম্পিয়ন হতে চাই। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন অগ্রগতি, এসডিজি ও মন্ত্রণালয়ের সার্বিক কর্মকা-র অগ্রগতির পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …