মঙ্গলবার ঃঃ ২৫.০৭.২০১৭
দেশ থেকে দুর্নীতি দূর করতে জেলা প্রশাসকদের কঠোর হবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩ দিনব্যাপী জেলাপ্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী জেলাপ্রশাসকদের উদ্দেশ্য করে বলেন, মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের উন্নয়নে বিভাগীয় কমিশনার ও ডিসিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এ সময় প্রধানমন্ত্রী। অধিবেশনে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ গ্রহণ করে। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩শ ৪৯টি প্রস্তাব দেয়া হবে। ৩ দিনের ডিসি সম্মেলনকে মোট ২২টি অধিবেশন ও ১৮টি কার্য অধিবেশনে ভাগ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দূর করতে হবে।