দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। গতকাল বিকেলে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সচিব একরামুল হক এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এই ছয়দিন বন্ধের মধ্যে রয়েছে আজ সাপ্তাহিক ছুটি ও মঙ্গলবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। আগামী বৃহস্পতিবার বন্দরের যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে বন্ধের এই ছয় দিন সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারত- বাংলাদেশে ভিসা-পাসপোর্টধারী ভ্রমণকারীদের যাতায়াত যথারীতি চালু থাকবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার (অপারেশন) কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। কামাল খান বলেন, বন্দর বন্ধের সময় উভয় বন্দরের খালি ট্রাক প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত উভয় দেশে ফিরতে পারবে। সোনামসজিদ বন্ধরের আভ্যন্তরীণ কার্যক্রম, পণ্য লোড-আনলোড ও দেশের ভেতরে পরিবহন যথারীতি চালু থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top