বৃহস্পতিবার ঃঃ ০৩.০৮.২০১৭
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। আজ সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বেতন-ভাতা সংক্রান্ত খেলোয়াড়দের চুক্তি বিতর্কের অবসান ঘটাতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইলোনা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ই অগাস্ট বাংলাদেশ পৌঁছানোর কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বাংলাদেশ দলের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ সকালে দু’পক্ষের মধ্যে মুখোমুখি আলোচনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যালেস্টার নিকোলসন এক চুক্তিতে স্বাক্ষর করেছেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …