দুই গোলে পিছিয়ে পড়েও জিতলো রিয়াল

মৌসুম পূর্ব প্রস্তুতি ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্থানীয় সময় রোববার রাতে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা এসি মিলানের মুখোমুখি হয়েছিল। ইতালির ক্লাবটির বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। রিয়ালের জয়ে ফেদেরিকো ভালভার্দে দুটি ও ভিনিসিউস জুনিয়র একটি গোল করেন। যুক্তরাষ্ট্র সফরে বুধবার দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রিয়াল। এরপর ২৯ জুলাই টেক্সাসে এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। আর ২ আগস্ট শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। এদিন মিলানের বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় লাল-কালো শিবিরের ফিকায়ো তোমোরি গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগে (৪২ মি.) লুকা রোমেরো গোল করে ব্যবধান ২-০ করে ফেলেন। তবে বিরতির পর দলে আটটি পরিবর্তন আনেন আনচেলোত্তি। তাতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫৭ মিনিটে ভালভার্দে গোল করে ব্যবধান কমান। দুই মিনিট পরেই (৫৯ মি.) ভালভার্দে নিজের জোড়া গোল পূর্ণ করে ম্যাচে সমতা ফেরান। আর বদলি খেলোয়াড় হিসেবে নামা ভিনি ৮৪ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top