রবিবার :: ১৭.০৯.২০১৭
দীর্ঘ দিন পর দলে ফিরে নতুন কীর্তি গড়েছেন ক্রিস গেইল। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে একশ ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মাইলফলকে পৌঁছতে প্রয়োজন ছিল মাত্র এক ছক্কার। সেখানে ২১ বলে ৩ টি চার ও ৪টি ছক্কায় করেন ৪০ রান। তার প্রত্যাবর্তনের ম্যাচে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৬ রান করে উইন্ডিজরা। জবাবে ১৯ ওভার ৩ বলে ১৫৫ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।
অন্যদিকে, বিশ্বের সাবেক ও বর্তমান তারকাদের নিয়ে স্বপ্নের একাদশ তৈরি করতে দেখা যায় খেলোয়াড়দের। এবার তেমনই একটা একাদশ গঠন করলেন ইতালিয়ান কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো। এই দলে আক্রমণভাগে লিওনেল মেসিকে রাখলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। আর্ন্তজাতিক ফুটবল থেকে ২০১৫ সালে অবসর নেওয়া পিরলোর দলে সবচেয়ে বেশি ৫ জন তার স্বদেশ ইতালির। ব্রাজিলের রয়েছেন দু’জন। এছাড়া আর্জেন্টিনা, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের রয়েছেন একজন করে।