
রাত পোহালেই ভারতের রাজধানী দিল্লিতে শুরু হবে জি২০’র ১৮তম শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের নেতারা। সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে সবশেষ অবতরণ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এছাড়াও পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ওমানের প্রধানমন্ত্রী হাইতাম বিন তারিক এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাথ। এছাড়াও ৯ এবং ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে ২৫ জনের বেশি বিশ্ব নেতা এবং তাদের সহকারী প্রতিনিধিরা অংশ নেবেন। ১০ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের রাষ্ট্রপতি লুলার কাছে জি২০ প্রেসিডেন্সি হস্তক্ষেপ করবেন। পরবর্তী বছরের জন্য এই জোটের সভাপতিত্ব করবে ব্রাজিল।