দাদনচক ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে ৮ জনের বৃত্তি লাভ।

মঙ্গলবার ঃঃ ১১.০৪.২০১৭
শিবগঞ্জের ‘ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউট, দাদনচক’-এর ৬ জন ট্যালেন্টপুলসহ মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬ জন হল- দাদনচক গ্রামের এমদাদুল হকের ছেলে আব্দুল্লাহ এনামুল হকের ছেলে সজীব হোসেন জার্জিস আলীর ছেলে রিদওয়ান আহমদ হাবিবুর রহমানের মেয়ে আতিকা আশরাফি হেয়া জগন্নাথপুর গ্রামের শওকাত আলীর মেয়ে মাহফুজা খাতুন ও দাদনচক গ্রামের আরিফ উদ্দিনের মেয়ে আফিয়া আখতার বর্ষা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২ জন হল- দাদনচক গ্রামের (আরাজি চৌকা) আহম্মদ পারভেজের ছেলে ইবাদ পারভেজ সোহাগ ও জগন্নাথপুর গ্রামের আলমের ছেলে দীদার মাহমুদ আলী । উল্লেখ্য যে, ২০১৬ শিক্ষাবর্ষে তৃতীয়বারের মত অত্র ইনস্টিটিউট থেকে মোট ২৪ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে, তার মধ্যে ১১ জন জিপিএ-৫ সহ সকল ছাত্রছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি (বিকেএস)’র ২০১৬ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় (প্রথম হতে চতুর্থ শ্রেণি) অত্র ইনস্টিটিউট থেকে ৩৪ জন ছাত্রছাত্রী মেধা তালিকায় বৃত্তি পায়। প্রাথমিকের ৮ জনসহ অত্র ইনস্টিটিউট থেকে বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪২ জনে। তারা সকলের দোয়াপ্রার্থী।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …