শুক্রবার :: ১৩.১২.২০১৯।
দেশে অনেক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কেরানীগঞ্জের ঘটনা অত্যন্ত বেদনার। এ যাবতকালের দগ্ধ হওয়ার ঘটনাগুলোর মধ্যে সর্বোচ্চ বা বেশি মাত্রায় পোড়া রোগী এসেছে এই অগ্নিকান্ডে। আজ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবনে সাংবাদিকদের একথা বলেন প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অগ্নিকান্ডে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে এমন আগুনে পোড়া রোগী রয়েছে যাদের মুখ চেনা যাচ্ছে না, শ্বাসনালী খুব খারাপভাবে পুড়ে গেছে এবং যে ১০ জন রোগী এখনও রয়েছে তাদের সকলের শরীরের ৬০ থেকে ৮০ ভাগ পোড়া এবং আব্দুর রাজ্জাক নামের একজনের শতভাগ পোড়া।