সোমবার :: ৩০.১২.২০১৯।
থার্টিফার্স্ট নাইটে ঢাকা মহানগরসহ দেশব্যাপী নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সজাগ দৃষ্টি রাখবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইসঙ্গে এই নাইট ঘিরে গুজবের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করা হয়েছে। আজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ইংরেজি বর্ষবিদায় ও নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।
এদিকে থার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি আজ দুপুরে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে ইংরেজি নববর্ষ-২০২০ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।