রবিবার :: ১৪.০১.২০১৮
আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশসহ এতে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আর উদ্বোধনী ম্যাচে রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি সতীর্থদের ওপর পুরোপুরি আস্থাও রাখছেন তিনি। এ ব্যাপারে মিরপুরে সিরিজের আগে সংবাদ সম্মেলনে আজ মাশরাফি জানান, সামর্থের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে। এদিকে ত্রিদেশীয় সিরিজকে ঘিরে আছে নানা পরিকল্পনা। কারণটাও অবশ্য বেশ যৌক্তিক। বর্তমানে জিম্বাবুয়ের প্রধান কোচ হয়ে আছে স্বদেশীয় গ্রেট হিথ স্ট্রিক। তিনি আগে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেও লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।