তোশাখানা মামলায় সাজা স্থগিত ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদ- স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ নতুন এ রায় দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। রায়ের কপি খুব দ্রুত পাওয়া যাবে। বিচারপতি ফারুক বলেন, ইমরান খানের আপিল অনুমোদন করা হয়েছে। গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে ৩ বছরের কারাদ- ও ১ লাখ রুপি জরিমান করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top