
বড় অংকের টাকা বকেয়া থাকায় পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসে (পিআইএ) জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থা। ফলে এরই মধ্যে পিআইএ’র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তেল সংকটে জাতীয় বিমান সংস্থাটি গতকাল ২৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে, যার মধ্যে ১১টি আন্তর্জাতিক ও ১৩টি অভ্যন্তরীণ। পিআইএ আজ আরও ২৪টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে, যার মধ্যে ১৬টি আন্তর্জাতিক ও ৮টি অভ্যন্তরীণ ফ্লাইট। পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ খান আরব নিউজকে বলেছেন, সীমিত জ্বালানি সরবরাহ ও পরিচালনাগত কিছু সমস্যার কারণে পিআইএ’র নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। সংকট চলমান থাকলে আগামীদিনেও ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।