তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিরিজ জিতল বাংলাদেশ নারী দল

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী দল। আজ মিরপুরে ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট ও ২৬ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন সিধরা আমিন। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪৫ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। বাংলাদেশের হয়ে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। এ ছাড়া রাবেয়া খান দুই উইকেট পেয়েছেন। ফাহিমা খাতুন, নিশিতা আক্তার ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top