তুমিই বেতার’ প্রতিপাদ্য বিশ্ব বেতার দিবস পালিত।

সোমবার::১৩.০২.২০১৭

 

আজ বিশ্ব বেতার দিবস। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী ‘বিশ্ব বেতার দিবস-২০১৭’ উদযাপিত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথভাবে এই দিবসটি সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘তুমিই বেতার’। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেন, বাংলাদেশ বেতার এ দেশের সবচেয়ে প্রাচীন, বৃহত্তম ও শক্তিশালী গণমাধ্যম। তথ্য, শিক্ষা ও বিনোদনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে এই গণমাধ্যমটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গর্বিত উত্তরাধিকার বাংলাদেশ বেতার দেশের বৃহত্তম এবং অন্যতম শক্তিশালী গণমাধ্যম। বাংলাদেশ বেতার থেকে বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে সম্প্রচারিত অনুষ্ঠান রেডিও মহানন্দায় রিলে করে সম্প্রচার করা হয়। এদিকে এ দিবস উপলক্ষে রেডিও মহানন্দায় সম্প্রচারিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …