শনিবার::০৪.০২.২০১৭
তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে।’ ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে দায়িত্ব দিয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।’ প্রতিমন্ত্রী আজ সকালে নিজ নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে উপস্থিত প্রায় সাড়ে তিনশ ছাত্র-ছাত্রীর উদ্দেশ্য উপরোক্ত কথাগুলো বলেন।