সোমবার :: ১২.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জের ২ নং ওয়ার্ডের নিউ মার্কেটের সামনে মাছ বাজারের স্থান ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলে জিয়াউর রহমান আরমান, প্রকৌশলী সাদেকুল ইসলামসহ অন্যান্যরা। ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান জানান, ইতোমধ্যে পৌর এলাকার রাস্তা, ড্রেনসহ নানা রকম উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি। তারি অংশ হিসেবে মাছ বাজারের সামনের স্থান ঢালাই করা হল। সকালে এবং বিকাল থেকে রাত পর্যন্ত মাছ বিক্রেতারা এখানে মাছ বিক্রি করেন। ভবিষ্যতেও এমন উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে জানান আরমান।