ঢাকায় প্রথমবারের মতো ১৪ দেশের কারাপ্রধানদের নিয়ে সম্মেলন।

রবিবার ঃঃ ১৪.০৫.২০১৭

 

অভিজ্ঞতা বিনিময়, কারাগার বা বন্দিশালাগুলো তৈরি, ডিজাইন, পরিকল্পনা এবং পরিচালনার সময় যেন নিরাপত্তা ও মানবিক অবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কারেকশনাল ম্যানেজারদের নিয়ে আঞ্চলিক সম্মেলন। রাজধানীর কারা অধিদফতরে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও বাংলাদেশ কারা অধিদফতর যৌথভাবে আগামী ১৬ থেকে ১৮ মে ঢাকার একটি হোটেলে ৪র্থ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কারেকশনাল ম্যানেজারদের নিয়ে আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে। ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শিরোনামের এ সম্মেলনে বাংলাদেশসহ ১৪ দেশের ২৮ জন সিনিয়র কারেকশনাল ম্যানেজার অংশ নিবেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …