শুক্রবার ঃঃ ০৩.০২.২০১৭
প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়টি দেশের শিক্ষামন্ত্রীদের নিয়ে ই-৯ আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সম্মেলন। আজ ব্যানবেইস ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ব্যানবেইস পরিচালক ফসিহ উল্লাহ। শিক্ষামন্ত্রী বলেন, ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধনীর হোটেল রেডিসন ব্লুতে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ২০৩০ সালকে সামনে রেখে সবার জন্য শিক্ষা এই কর্মসূচি বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।