ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৭২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৭২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৭৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৪৯ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৭৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২১ জন ও ঢাকার বাইরে এক হাজার ৪৬৮ জন। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকায় ও ১১ জন ঢাকার বাইরে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮১৬ জন ও ঢাকার বাইরে ৫৫৪ জন। চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন। এর মধ্যে ঢাকায় ৯৯ হাজার ৯৩২ জন ও ঢাকার বাইরে এক লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। চলতি বছরের এ পর্যন্ত দুই লাখ ৬৭ হাজার ১৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭ হাজার ৩৫৪ জন ও ঢাকার বাইরে এক লাখ ৬৯ হাজার ৮১২ জন। বর্তমানে সারাদেশে ছয় হাজার ২৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৭৬২ জন ও ঢাকার বাইরে চার হাজার ৫০৮ জন। এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৭ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ২ শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top