‘ডেঙ্গুতে মৃত্যু বাড়লেও হেলথ ইমার্জেন্সি ঘোষণার সময় হয়নি’

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ‌্যা বাড়লেও এখনও হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ অবস্থায় ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কিছুদিন ধরে আবারও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। ঢাকার পাশাপাশি বাইরেও রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারবো। তিনি বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে আশেপাশে পরিষ্কার রাখতে হবে, পানি জমতে দেওয়া যাবে না, বাসা বাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে সেই খেয়াল রাখতে হবে। ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাতে হবে। তাহলেই মশার কামড় থেকে মুক্ত থাকা যাবে। আর মশা না কামড়ালে ডেঙ্গুও হবে না। মন্ত্রী বলেন, এমন তো নয় হাসপাতালে গিয়ে ডেঙ্গু রোগীরা সেবা পাচ্ছে না, তাহলে কেন হেলথ ইমারজেন্সি ঘোষণা করতে হবে? আমি মনে করি হেলথ ইমারজেন্সির সময় এখনও আসেনি। দুই সিটি করপোরেশনের উদ্দেশে মন্ত্রী বলেন, বেশ কিছু এলাকা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। এই হটস্পটগুলোতে দ্রুততার সঙ্গে মশা নিয়ন্ত্রণ করুন। আর নয়তো ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটবে। হাসপাতাল প্রস্তুত, তবে পরিস্থিতি মোকাবিলায় মশা মারার ওপর জোর দিতে হবে। কলকারখানা এবং অনেক অফিসেও লার্ভা জমছে, এগুলো ব্যক্তিগত উদ্যোগে স্প্রে করে লার্ভা মারার উদ্যোগ নিতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিয়াতুজ্জামান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top