
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন রেমিট্যান্সের জন্য প্রতি ডলারের দাম সরকার ও ব্যাংকের নিজস্ব প্রণোদনাসহ ১১৫ টাকার বেশি না দিতে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে। ব্যাংকগুলো ১২৪ টাকায় রেমিট্যান্স কিনছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর গতকাল এবিবি ও বাফেদার যৌথ সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে এবিবি ও বাফেদার সদস্যরা বলেন, বর্তমানে অনেক ব্যাংক অতিরিক্ত মূল্যে রেমিট্যান্স ডলার কিনছে, যা মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রভাবিত করবে। উচ্চমূল্যে রেমিট্যান্স কেনার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তারা।