ট্রেনের দাবীতে রহনপুরে মানববন্ধন ও রেলমন্ত্রীকে স্মারক লিপি প্রদান।

বুধবার ০১.০৩.২০১৭
গোমস্তাপুর রহনপুরে ট্রেনের দাবীতে মানববন্ধন ও রেলমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে ৩ উপজেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট এলাকাবাসী। রহনপুর রেল ষ্টেশন প্লাটফর্মে রহনপুর উন্নয়ন ফোরাম আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ স্বর্তঃফূর্তভাবে অংশ নেয়। আজ সকালে ১ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। জনসাধারণের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য দেন এলাকার সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ গন্যমান্যব্যক্তিবৃন্দ। উল্লেখ্য, মানববন্ধনে সকাল ও সন্ধ্যায় রাজশাহী থেকে রহনপুরগামী ট্রেন, রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ও রহনপুর রেল বন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার জোর দাবী জানানো হয়। পরে নেতৃবৃন্দ তাদের দাবী সম্বলিত ১টি স্মারক লিপি উপজেলা নির্বহী কর্মকর্তার মাধ্যমে রেলমন্ত্রীকে প্রদান করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …