বুধবার:: ৩০.০৮.২০১৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে ম্যাচের প্রায় সাড়ে ৩ দিনের মাথায় ২০ রানের জয় নিশ্চিত হওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বার্তায় এ অভিনন্দন জানান। তারা লাল-সবুজের পতাকাধারীদের এই সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ জয় ভবিষ্যতে আরো বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।