সোমবার ঃঃ ১৩.০৩.২০১৭
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর থেকেই আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে শততম টেস্ট ও ওয়ানডে দলেও রাখছে না টিম ম্যানেজমেন্ট। সোমবার অন্য সবার সঙ্গে অনুশীলনে আসলেন না রিয়াদ। হোটেল থেকে বেরই হননি। পরে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ১৫ মার্চ থেকে কলম্বোয় দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এটি টাইগারদের শততম টেস্ট। ঐতিহাসিক এই টেস্টের আগেই রিয়াদকে দেশে ফিরে আসতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘রিয়াদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই দেশে ফিরে যাচ্ছে।