মঙ্গলবার ঃঃ ০১.০৮.২০১৭
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব অবসান হওয়ার পথে। সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি দারণ একটি সিরিজের প্রত্যাশায় আছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আগামী ১৮ আগস্ট আসবে অস্ট্রেলিয়া। যার জন্য বাংলাদেশের প্রস্তুতিও থাকছে সর্বোচ্চ। অন্যদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহরাও। যার রোমাঞ্চটাও অনুভব করছেন তারা।