মঙ্গলবার ঃঃ-১৫.০৮.২০১৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টা ৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। বেজে ওঠে বিউগলের করুন সুর। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো পাড়ের সাদা শাড়ি পরে ও কালো ব্যাজ ধারণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।