শনিবার ঃঃ ১৮.০২.২০১৭
অবশেষে চূড়ান্ত হলো টিম বাংলাদেশের শ্রীলঙ্কা সফর সূচী। দুই টেস্টের সিরিজ দিয়েই শুরু হচ্ছে সফর। ২ ও ৩ মার্চ মোরাতুয়ায় দুদিনের প্রস্তুতি ম্যাচ। ৭ থেকে ১১ মার্চ গলে প্রথম টেস্ট। ১৫ থেকে ১৯ মার্চ পিসারা কলম্বোতে ২য় টেস্ট। ২২ মার্চ ওয়ানডের প্রস্তুতি ম্যাচ। ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল তিন ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে ডাম্বুলায়। তৃতীয় ওয়ানডে কলম্বোর এসএসসিতে। ৪ ও ৬ এপ্রিল সিরিজের দুই টি টোয়েন্টি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।