রবিবার :: ০৪.০৩.২০১৮
মূল্য সংযোজন কর মূসক ফাঁকির অভিযোগে রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ নিয়ে, জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আজ সকালে রবির টাকা পরিশোধের বিষয়টি আদালতকে জানালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এনবিআরের পক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।