বৃহস্পতিবার::২৫:০৫:২০১৭
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ডাবলিনে ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় টাইগাররা। দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। এ ছাড়া এ জয়ে আইসিসির র্যাংকিংয়ে ৬ নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ। ফলে ২০১৯ বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে আর বাছাই পর্ব খেলতে হবে না।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …