বুধবার :: ১৮.০৪.২০১৮
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ২১ এপ্রিল হতে ২৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী উচ্চাঙ্গ নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ২১ এপ্রিল বিকাল ৪ টায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদুল হাসান। জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে চাঁপাই নবাবগঞ্জের নৃত্য প্রশিক্ষক, নৃত্য শিল্পীসহ বিভিন্ন স্কুল ও কলেজের ৮০ থেকে ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরাও এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন ঢাকার নৃত্য প্রশিক্ষক প্রিয়াঙ্কা সাহা।