জেলা শহরের কল্যাণপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন

শুক্রবার::১৪:০৭:২০১৭
জেলা শহরের কল্যানপুরে বিজিবি ক্যাম্পের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহত দুজন ট্রাকের ড্রাইভার ও অপরজন হেলপার। আহতরা হলেন ট্রাক চালক উজির আলী, হেলপার রনী ও বাবু। চাঁপাইনবাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিঞা জানান, আজ দুপুরে ১টা ৪০মিনিটের দিকে বিজিবি সদর দপ্তরের সামনে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাকের চাকা নষ্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনার ফলে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক দুটিকে সরালে রাস্তা দিয়ে আবারো যান চলাচল শুরু হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …