শনিবার :: ২৪.০৩.২০১৮
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে গোল টেবিল বৈঠক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। উন্নয়নের ক্ষেত্রে সবার একমত হয়ে কাজ করা দরকার বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান। বক্তারা আরো বলেন, আইসিটি খাত সম্ভাবনাময় খাত। এ খাতে আরো সম্ভাবনা তৈরি করতে হবে। মানবসম্পদের উন্নয়নে গুরুত্ব দিতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে বলে জানান জেলা প্রশাসক। সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …