রবিবার :: ০৮.১০.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে রাজশাহী রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট ২০১৭ শুরু হয়েছে। টুর্ণামেন্টে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলা পুলিশ ভলিবল দল অংশগ্রহণ করছে। আজ বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম। উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ভলিবল দল ২৫-১৯, ২৫-১৪ সেটে জয়পুরহাট জেলা পুলিশ ভলিবল দলকে পরাজিত করে। অপর খেলায় রাজশাহী জেলা পুলিশ ভলিবল দল ২৫-২১,২৫-১৫ সেটে নওগাঁ জেলা পুলিশ ভলিবলকে পরাজিত করে। আগামী ১০ অক্টোবর এই টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা আকতারুজ্জামান রেজা তালুকদার রুমিসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।