
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
সভায় বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, সেবা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী ইসমাইল হোসেন, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক ইসাহাক আলীসহ অন্যরা।
সভায় বক্তারা তাদের প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর ও তৌফিক আজিজ, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলায় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওর কর্তকর্তারা অংশগ্রহণ করেন। ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।