জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম এগিয়ে নেয়ার তাগিদ

চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক চলমান উন্নয়ন কাজগুলো যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রধানদের তাগিদ দেন। পাশাপাশি সরকারের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমকে এগিয়ে নেয়ারও তাগিদ দেন তিনি। জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম।
সভায় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান জানান, হোয়াটসঅ্যাপসহ অন্যান্যভাবে প্রতারকরা আপনাকে একটি সুন্দর ছবি পাঠাতে পারে, লোভনীয় বিজ্ঞাপন দিতে পারে, সেগুলোতে ক্লিক করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে না জেনে না বুঝে কোনো লাইক, কমেন্ট বা কোনো কিছু শেয়ার করবেন না। করলে প্রতারণার শিকার হবেন।
সভায় সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top