জেলায় শুরু হয়েছে ৩দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান সপ্তাহ

মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮

মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ-এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৩দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা শহরের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু হায়াত মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় জেলা শিক্ষা কর্মকর্তা লতিফুর রহমান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশ নিয়েছে এবং মেলাটির সার্বিক সহযোগীতায় রয়েছে জেলা শিক্ষা অফিস চাঁপাইনবাবগঞ্জ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …